ভুলি নাই ভুলবো না
একুশ তোমায়,
তুমি সদা জেগে রও
স্মৃতির পাতায়।
তুমি এলে ধরা মাঝে
জাগাতে প্রত্যয়,
বুকের রক্তে বাঙ্গালী
এনেছে বিজয়।
একুশ এলেই জাগে
বিদ্রোহী ঝংকার
বাংলার সম্মানে করি
দৃপ্ত অঙ্গীকার।
মিষ্টি ভাষা বাংলা ভাষা
জুড়ি নাই তার,
মাতৃভাষা বাংলা ভাষা
গর্ব অহংকার।