এক জীবনে আর কত চাও
পেলে কত নজরানা!
তবু তোমার মন ভরে না
খুঁজছো নতুন খাজানা।
বাঁচার লাগি সকলে চায়
চির সুখের ঠিকানা,
অমন ধারা এই জগতে
আছে কোথায় অজানা!
তারই খোঁজে ব‍‍্যস্ত সবাই
করে কত ফন্দি,
ভোগের নেশায় লোভের হাতে
আমরা সবাই বন্দী!
লোভে পাপ হয় এই কথাটি
মানুষ আজ মানছে না,
তাই তো বুঝি মন্দ কাজে
কারও হাত কাঁপছে না।