ভিক্ষা
ভিক্ষা করা মহান পেশা করোনা তারে হেলা,
তাদের কাজে দিলে বাঁধা লড়াই হবে মেলা ;
তারাও এখন জোট বদ্ধ,
প্রতিবাদে হয় ক্রুদ্ধ ;
জীবন নিয়ে খেলছে ওরা টি টুয়েন্টি খেলা!
শুকায় জলধারা
পাহাড় কাটছে নদী ভরছে কমছে জলধারা,
নদীর উজানে বাধ দিয়েছে মোদের বন্ধু যারা ;
পদ্মা মেঘনা যমুনা শুকায়,
ঝর্ণাধারা শরমে লুকায় ;
বৃষ্টি হলে তাইতো হৃদয় হচ্ছে আত্মহারা।