কে যেন ডাকিল মোরে প্রিয় নাম ধরে!
চকিতে চপলে আজ এসেছে সে কাছে,
সে যেন আমায় দিল ঠাঁই বাহুডোরে,
হৃদয়ে তার জানিনা কত প্রেম আছে!
কত অভিমান বুকে চাপা পড়ে আছে,
কত বেদনার স্মৃতি জাগে এই মনে ;
সব ভুলে যাই যদি তারে পাই কাছে,
ব্যাকুল হৃদয়ে প্রেম জাগে ক্ষণে ক্ষণে।
সে যেন ডাকিছে মোরে দ্বিধাহীন চিত্তে,
হয়তো সে দেবে না মোরে দূরে আর ঠেলে!
আমি কেন পড়ে আছি বিরহের বৃত্তে ;
দূরে দূরে থাকা কেন ভালবাসা পেলে!
থাকিব তাহার কাছে যদি সে তা চায়,
ভালবেসে তারে মন সুখ খুঁজে পায়।