হৃদয়ে রেখেছি জমা কত ভালবাসা,
ভাবনায় ধরা পড়ে অনাহুত আশা ;
মুছে ফেলি মন থেকে সকল দুরাশা।
জানিনা কেমনে মনে জাগিছে দুরাশা,
দ্বিধা লাজ ভুলে তারে দেব ভালবাসা।
প্রিয় মানুষেরে ঘিরে থাকে কত আশা ;
প্রেমের পরশ পেতে জাগে মনে আশা,
সে আসবে কাছে মোর করি যে দুরাশা ;
বিনিময়ে তার কাছে চাই ভালবাসা।
ভালবাসা দেয় আশা নয় তা দুরাশা।