দু হাত বাড়িয়ে বন্ধু যদি আসে
বলো না তাহারে কে না ভালবাসে!
অনেক আশায় বেঁধেছি গো বুক,
আপন হয়ে কি দেবে মোরে সুখ?
কত জনই তো এলো কাছাকাছি
কেউ কি বলেছে বন্ধু হয়ে আছি,
সত্য প্রেমে মন দিয়েছে ক'জনা?
ভালবাসি বলে কেউ তো এলো না!
অনেক আশায় দিবা নিশি আমি
কতটা অধীর জানে অন্তর্যামী,
দ্বিধা ভুলে কেউ যদি কাছে আসে,
বুঝবো সে মোরে খুব ভালবাসে।
দু’জনার মাঝে যদি কেউ থাকে,
বিশ্বাস ভাঙ্গতে নানা ছবি আঁকে ;
তারে মন থেকে দূর করে দাও,
আমায় আপন বন্ধু করে নাও!