মানব মানবী যদি থাকে পাশাপাশি
ভালবাসা জেগে ওঠে মনের গভীরে,
কামনার অগ্নি জ্বলে তাদের শরীরে
যৌবনে দু’জনে হয় যদি কাছাকাছি।
পুরুষের বুকে নারী আগুন জ্বালায়
তারই উত্তাপে জাগে কামাগ্নি অন্তরে,
মিলনের সুর খুঁজে তারা হৃদয় প্রান্তরে
প্রেমিক প্রেমিকা কাঁদে বিরহ ব্যথায়।
নর আর নরী মিলে রচে মিলন বাসর,
প্রেমের আবেগে করে ভালবাসাবাসি,
আদর সোহাগ মাখে তারা প্রাণ ভরে ;
কামনা বাসনা লয়ে জমায় আসর,
কাছে যদি থাকে তারা ঠোঁটে থাকে হাসি,
বিচ্ছেদে দু’জনেরই অশ্রু বারি ঝরে।