ভালোবাসা প্রেম
সাথে কত মায়া,
হারালে হৃদয়
বেদনার ছায়া।

দুটি হৃদয়ের
ভাব আর আড়ি,
এই তো জীবন
ভুলতে কি পারি!

বৃষ্টি ভেজা পথ
পা পিছলে যায়,
করলে ছলনা
মন ভেঙ্গে যায়।

তবু কথা হয়
প্রেম ভাবনায়,
রবো কাছাকাছি
ভরা জোছনায়।