এক
মানুষ
যার আছে
বেদনা বুকে,
হতাশায় ডোবা
উদাসিন প্রেমিক
যে পারে না বুঝে নিতে
তার বিরহ যন্ত্রণাকে!
যাচাই করে নিতে চায়
ভালবাসার নিরিখে
একাকি আনমনে
আকুল হৃদয়ে,
স্বপ্ন দেখায়
প্রেমময়
উদাস
থাকে
সে!



অক্ষর সোপান কবিতা