আজ এ ভরা জোৎস্নাতে তুমি নেই কাছে,
স্মৃতি শুধু কথা কয় বিরহের টানে ;
রাতের আকাশ কালো তারা শুধু হাসে,
আজ এ ভরা জোৎস্নাতে তুমি নেই কাছে।
সে দিন তো বলেছিলে রবে পাশে পাশে,
তবে কেন দূরে থাক ব্যথা দিয়ে প্রাণে?
আজ এ ভরা জোৎস্নাতে তুমি নেই কাছে,
স্মৃতি শুধু কথা কয় বিরহের টানে।