করছো টা কি? দেখছো না ভাই
হাত দু'খানা কচ্‌লাই,
দেবে ই যখন দাও নারে ভাই
আমি কি আর ঘুষ খাই!


ভোটের বাজার গরম
নেই যে ওদের শরম
চলছে টাকার খেলা
জিতবে নেতার চেলা


সবাই বলে পাগল ছাগল
আমি বলি সেয়ানা,
নইলে কি আর রাত দুপুরে
পরের ঘরে দেয় হানা?


করো নাকো আফসোস
রাখো সদা দিল খোস,
যা পেয়েছো তাই নিয়ে
ঠাণ্ডা রাখো রক্ত কোষ!


সুন্দর মনের সুন্দর ভাবনা
বুঝে না সে নয় ছয়,
জ্ঞান অর্জনে দূর করে দেয়
দুঃখ জ্বালা হিংসা ভয়।