ভূত

ভূতের আগমন
সর্ব অঙ্গে তার ছায়া,
ক্লান্তি সর্বক্ষণ।

ঘুম

ঘুম কাতুরে ঐ
কানা বগিটার পোলা,
ঘুমে সে থৈ থৈ!

মন

কোমল তাহার মন
সহে না ছলাকলা,
দ্বিধা অনুক্ষণ।



( স্বরবৃত্ত ছন্দে )