রাতকানা

রাতকানা পাখি
কত তার ডাকাডাকি,
ভোরে দেয় ফাঁকি!

ধন

শোনো দিয়া মন
চিরকাল থাকে না ধন,
মাছি দের ভনভন!

চাওয়া

কে রাখে খবর,
জনগণের চাওয়া কি?
শান্তি সুখের নীড়!


( স্বরবৃত্ত ছন্দ )