মন ভাল নেই বলে তুমি
থেকো না একলা বসে,
দুঃখ ভুলে সবার সাথে
থাকো হাস‍‍্য রসে।
জীবন চলার পথে কত
আসবে দুঃখ জ্বালা,
ধৈর্য ধরে এগিয়ে গেলে
পাবে জয়ের মালা।
আশে পাশে থাকবে যারা
দেখবে কত জ্বালায়,
তাই বলে কি কেউ কখনও
দাবী ছেড়ে পালায়!
মন ভেঙ্গে যায় বন্ধু যখন
পালায় ফাঁকি দিয়ে,
ভালবাসার মানুষগুলো
ব‍্যস্ত স্বার্থ নিয়ে!
প্রাণের দোসর প্রিয়তমা যে
ডাকে প্রাণনাথ,
একটুখানি কষ্ট পেলে
ছেড়ে দেবে হাত!
এত কিছুর পরেও বন্ধু
বলছি একটি কথা,
সব ভুলে আজ হাত ধরো তার
যে দেবে না ব‍্যথা।

      *****


এই কবিতাটি আসরের নবীন কবি Md Jayed Aziz এর ‘আজ আমার মন ভাল নেই’ কবিতা পড়ে অনুপ্রাণিত হয়ে রচনা করেছি, তাই কবিতাটি তার উদ্দেশ্যে উৎসর্গ করলাম।