তর্ক করার স্বভাব যাদের
তর্ক শুধু করে,
বিষয়বস্তু যা ই হোক না
কথার প্যাঁচে লড়ে!
ভাল মন্দের বিচার করে
কয় না কোন কথা,
পক্ষ নিলে দক্ষ মাথায়
যুক্তি দেখান যথা!
তর্কবাগীশ নামটি তাদের
তর্কে সর্ব সেরা,
উপমা দেয় অতীত টেনে
পাশ কাটিয়ে জেরা।
মিথ্যাকে সে সত্য বানায়
করে না না প্রশ্ন,
মানুষকে সে ভাবিয়ে তুলে
দেখায় কত স্বপ্ন!
তর্ক যদি দিক হারা হয়
দ্বন্দ্ব শুধু বাড়ে,
বুঝে শুনে তর্ক করো
শান্তি পাবে হারে!
মানব প্রেমে ব্যাকুল হয়ে
তর্ক যদি করো,
মানবতা থাকবে যেথা
সেই পথটি ধরো।