নিত্য আসে নিত্য যায় সে
সুযোগ পেলে স্বপ্ন দেখায়,
স্বপ্ন আবার লম্বা হলে
মৃত্যু ডাকে আয়রে আয়!
তার বিহনে শরীর মনে
প্রশান্তি আর আসছে না,
তারে ছাড়া মাথার ভিতর
বাসা বাধে যন্ত্রণা।
সে এনে দেয় প্রাণের মাঝে
অনাবিল এক শান্তি,
দুঃখের দিনেও যায়না ছেড়ে
দূর করে দেয় ক্লান্তি।
অলস যারা আরাম প্রিয়
তাদের প্রিয় বন্ধু সে,
সুস্থ সবল মানুষেরা ও
তারে ভালবাসে।