সবকিছুরই দাম বেড়েছে কমছে টাকার মূল‍্য,
জীবনে তবু পাই না কছুই টাকার সমতুল্য!
টাকার কাছে বন্দী সবাই,
তারে ছাড়া হয় না লড়াই ;
টাকা থাকলেই পাওয়া যায় সবার আনুকূল্য।