বৈশাখী ঝড় দেখে যদি পাও এত ভয়,
কেমন করে করবে তুমি এ ভুবন জয় ;
আষাঢ়ের মেঘ যদি প্রাণে তোলে আলোড়ন,
কেমন করে ছিঁড়বে তুমি মায়ার বাঁধন?
আশ্বিনে কাশ্ বনে যদি হৃদয় হারায়,
বৃথা হবে জীবন তোমার বিরহ ব্যথায় ;
অঘ্রানে ধান কাটা মাঠে উচ্ছল কিশোর,
নবান্নের দিন আনো প্রত্যয় ভয় করে দূর।
পৌষ মাঘে শীত যদি কাঁপন জাগায়,
পথ্ চলা কি থামবে তামার হিম্ কুয়াশায়?
ফাগুন এলে জানি রবে প্রেমে মত্ত
ভালবাসার মোহে হয়ে অনুরক্ত!
চৈত্র দিনে বিদায়ের সুর জাগে প্রাণে,
তাই কি তখন অজানার পথ তোমায় টানে?