জীবনে ছন্দপতন দেখেছি অনেক
দুঃখ নিয়ে কাটিয়েছি অনেক বছর
প্রবঞ্চনায় হৃদয়ে গেঁথেছে পেরেক
অচেনা লাগিছে আজ চেনা এ শহর
বেহাগের সুরে ছেড়া হৃদয়ের তার
না পাওয়ার বেদনাতে কাঁদে মোর মন
ভয় তাই জাগে সদা হারিয়ে ফেলার
বিরহ যন্ত্রণা বুকে জাগে সারাক্ষণ
শৈশবে ছেড়েছি প্রিয় মায়ের আঁচল
প্রিয়ার সান্নিধ্য চেয়ে হয়েছি পাগল
পাইনি খুঁজে তার ঐ হৃদয়ের তল
প্রিয় সব মানুষেরা কেন করে ছল ?
সব হারা হয়ে শুধু নীরবে কেঁদেছি
হৃদয়ে সুপ্ত প্রেমের মশাল জ্বেলেছি ।