এক আল্লাহ্ তে ঈমান এনেছো
নামাজ কায়েম করছো না!
হজ্জ করলে রোজা রাখলে
যাকাত কেন দিলে না?
পাঁচটি খুঁটি ঐ ইসলামের
ধরায় আনে শান্তি,
উঁচু নিচু নাই ভেদাভেদ
দূর করো সব ভ্রান্তি।
কোরান হাদিস পাথেয় তোমার
জীবন চলার পথে,
মহান আল্লাহ্ বাঁচান তোমায়
সকল বিপদ হতে।
শয়তানের সব কুমতলবে
সঙ্গী কেন হবে?
আল্লাহ্ নবীর গুন ও গানে
কাটাও জীবন তবে।
*****