শূন্য থেকে সকল সৃষ্টি শূন্যে হবে শেষ,
বায়ু জল আছে বলেই নিতে পারি শ্বাস ;
বেলা শেষে এই জীবনে রয় না অবশেষ,
শূন্য থেকে সকল সৃষ্টি শূন্যে হবে শেষ।
কর্ম গুনে মানব মনে থেকে যায় তার রেশ,
ভালবাসায় মিলছে শুধু তিক্ত অবিশ্বাস ;
শূন্য থেকে সকল সৃষ্টি শূন্যে হবে শেষ,
বায়ু জল আছে বলেই নিতে পারি শ্বাস।