কান্না হাসির এই জীবনের
সুখ যে ক্ষণস্থায়ী ,
দুঃখ টা যে চায় না যেতে
থাকবে চিরস্থায়ী !
সুখ ও দুঃখ এই জীবনের
সাথী সারাবেলা ,
সুখ টা আমার কেড়ে নিতে
চলছে না না খেলা ।
খড় কুটো যা পেলাম কাছে
তারে ই আকড়ে ধরি ,
তবু কেন পাই না যে সুখ
বিরহের গান করি ।
আকাশ কুসুম কল্পনাতে
গা ভাসিয়ে দেই,
চারিদিকে চেয়ে দেখি
প্রিয়জন কেউ নেই।