আমার এ কবিতা
কখনও কি তুমি পড়বে না ?
কখনও কি তোমার হৃদয়ে
একটু ও ব্যথা জাগবে না !
শুধুই কি হাওয়ায় ভেসে বেড়াবে
আমার এ ব্যাকুল আবাহন ?
তুমি কি একবারও চোখ খুলে দেখবে না
কেন এ কবিতা লেখা ,
কেন এ জাগরণ ?
আমার হৃদয়ে জমে থাকা সব প্রেম
তোমারে করেছি দান ,
ভালবাসার সবটুকু নির্যাস মেখে
সঁপেছি আমার প্রাণ ।
ওগো সুদূরিকা তুমি উদ্দাম উচ্ছল .
তুমি ঝর্ণাধারার মত কলকল ;
আঁকাবাঁকা পথে ছুটে চলো ,
অলখে প্রেমের কথা বলো ।
আমি আছে সাথী হয়ে
আমার কবিতা লয়ে ,
একবার ও কি ফিরে তাকাবে না ,
একবার ও কি দেখবে না
আমার এ নিলাজ প্রেম নিবেদন !
উদাস কেন এ মন ?
তুমি সাগরের ঢেউ
আছড়ে পড়ো সৈকতে ,
তুমি নদী জল ছুটে আসো
জোয়ারের স্রোতে ।
তুমি অতিথি পাখি হয়ে
কেন আসো বারবার ,
আলেয়ার আলো সম
কেন হারাও আবার ?
তুমি আকাশের চাঁদ কলঙ্কের দাগ
তোমায় করে না বিচলিত ,
তুমি পূর্ণিমার রাতে হেসে ওঠো
প্রেমিক হৃদয় করে চমকিত ।
তুমি স্বপ্ন দেখালে মোরে
কেন তবে দূরে থাকা !
কেন তবে হৃদয় তোমার
মেঘে মেঘে ঢাকা ?
সব দ্বিধা ভুলে শুধু একবার
আমার দু’হাত ধরো ,
হৃদয়ে আলো জ্বেলে একবার
আমার এ কবিতা পড়ো ।