মৌনতায় মুগ্ধতায় তব মুখ হেরি
স্বচ্ছতায় শুভ্রতায় তোমারেই খুঁজি
ভালবাসার স্বপ্নেরা করে হেরাফেরি
দূরত্ব ঘুচায়ে দেব প্রেম করে পুঁজি।
মেঘ করে ছুটাছুটি দিক চক্রবালে,
বিদ্যুৎ চমকে বজ্র করে ডাকাডাকি ;
অশ্রু বারি নামে চোখে টক মিষ্টি ঝালে,
ব্যথা দেবে বলেই কি এত হাঁকা হাঁকি!
গ্রীষ্ম তাপে ঘামে ভেজা দেখেছি তোমায়,
বর্ষায় কদম ফুলে হাসি মাখা মুখ ;
শরতে কাশের বনে থাকো শুভ্রতায়,
হেমন্তে নবান্নে নেচে পাও কত সুখ।
শীত বসন্তে কি শোভা তব অঙ্গ জুড়ে,
জাগে প্রেম অবিরল কোকিলের সুরে।