আগুন পোড়াতে জানে ছাই হয় কত বন,
প্রেমের আগুনে মন জ্বলে বিরহের তাপে,
ছলনার ব‍্যথা লয়ে ব‍্যাকুল হৃদয় কাঁপে ;
স্মৃতিরা প্রতারক না প্রতারক হয় মন!
সুখ স্মৃতি ক্ষণিকের দুঃখটাই অবিরাম
মনে তার রেশ থাকে যন্ত্রণায় সারাক্ষণ,
প্রেমিক হৃদয় জানি বৃথা দেয় তার দাম
খন্ডিত অন্তর তাই সদা থাকে উচাটন!

স্মৃতির পাতায় যারা বার বার দেখা দেয়,
যখন তখন মনে তারা ঠাঁই করে নেয় ;
নিশি দিন কেন তাও একেলাই রয়ে যায়,
স্মৃতিগুলো ঝড়ে গেলে মন তাই ব‍্যথা পায়!
ভালবাসা নিয়ে কেউ করে ছল অনুক্ষণ,
হৃদয় হয়েছে তাই বুঝি স্মৃতির কানন।