আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ্
অসীম ক্ষমতা তার তুলনা বিহীন,
নেই তার অংশীদার তিনি যে ইলাহ্
বিশ্বাসীরা হইয়ো না কভু ধৈর্য হীন।
তিনি নিরাকার এক শক্তিধর সত্তা
কাল জয়ী শক্তিধর সকলের প্রভু,
জানি সকল জীবের তিনিই নিয়ন্তা
বিপদে তিনি সহায় ভুলিও না কভু।
চন্দ্র সূর্য গ্রহ তারা সব তার সৃষ্টি,
পাহাড় নদী সমুদ্র তার দেয়া দান ;
জল বায়ু অক্সিজেন মেঘ ঝড় বৃষ্টি
মানব কল্যানে সব তার অবদান।
আল্লাহর সেরা সৃষ্টি জ্বীন ও ইনসান
তার শ্রেষ্ঠত্ব প্রচারে সঁপিলাম প্রাণ।