স্মৃতির পাতায় খুজছি আমি হারিয়ে যাওয়া দিনগুলি,
শিশুকালে লাগতো ভালো মায়ের খোলা চুলগুলি;
কিশোরবেলা লাগতো ভালো বাবার কালো চশমাটা,
বড় ভাইয়ের বকুনী আর ছোট বোনের বায়নাটা ।
দাদুর কথা পড়লো মনে স্মৃতির পাতা ঘেটে,
হাত ধরে যে নিয়ে যেতেন পাড়ার খেলার মাঠে ;
ঘুমিয়ে যেতাম রাতে দাদীর হাতের ছোঁয়া পেয়ে ,
পিঠা পায়েস খেতাম কতো  নানাবাড়ী যেয়ে ।