মানুষের পৃথিবীতে আজ সৃষ্টি আছে
সুখ নেই, আছে প্রেম ভালবাসা হীন
লালসার আস্ফালন, মানুষের কাছে
ধরা দেয় যন্ত্রণারা হয়ে অমলিন।
গভীর জীবনবোধ মানুষকে করে
বিচলিত, অনাহুত ভাবনাকে ঘিরে
অকারণে জেগে ওঠে চোরা পথ ধরে
ব্যর্থতার গ্লানি স্পষ্ট হয় ধীরে ধীরে।
অনন্ত জিজ্ঞাসা শুধু বাসা বাধে মনে,
কি বাসনা লয়ে সে পৃথিবীর বুকে
ফোটাতে চায় গোলাপ, প্রিয় সম্বোধনে
সুখ সৃষ্টির উল্লাসে মানুষের দুঃখে।
অতঃপর অবিচ্ছিন্ন প্রতিক্ষার শেষে
মেঘ কেটে যাবে, সূর্য উঠবেই হেসে।