যে রাতে প্রথম এলো আল কোরআন,
সে রাত শ্রেষ্ঠ হাজার মাসের চেয়েও,
সে রাতের ইবাদত ছাড়ে কে পেয়েও?
যে রাতে আল্লাহ্ স্বয়ং দিলেন বিধান!
কোরআনের বাণী পাঠ করো বার বার,
নামাজে দাঁড়িয়ে যাও নিঃশঙ্ক হৃদয়ে,
ক্ষমা চাও বার বার বিচারের ভয়ে ;
খোলা আজ আল্লাহর দিল দরবার!
দান ছদ কায় সদা খুলে দাও হাত,
প্রেম ভাবনায় টানো গরীবেরে বুকে,
সাথী হয়ে থাকো তার সুখ আর দুঃখে ;
তুমি যদি চাও পেতে পাপের নাজাত!
আসহায়ের সহায় হয়ে করো সেবা,
অনুশোচনায় সকলে এসো করি তওবা।