এক দুই তিন এলো শুভ দিন,
শোধ তো হয় না বাবা মা’র ঋণ।
চার পাঁচ ছয় মিছে কথা নয়,
বড় হতে চাই ভয় করে জয়।
সাত আট নয় দিও পরিচয়,
মন্দ কাজে হবে জীবনের ক্ষয়।
এক শূন্য দশ রাগ করো বশ,
পরিশ্রমে আসে সুখে ভরা রস।