এগার বার তের বদ মতলব ছাড়ো,
পরের ধনে পোদ্দারি কেন এত করো!
চৌদ্দ পনের ষোল মনের দুয়ার খোলো,
শয়তানিটা ছেড়ে ভালো হয়ে চলো।
সতের আঠারো উনিশ রেখনা মনে বিষ,
ভালবাসা দিয়ে বাজাও খুশীর শিস!
দুইয়ের পরে শূন‍্য সংখ‍্যা হয় বিশ,
দেশ ও দশের কথা একটুখানি ভাবিস।