আমি ভিখারী প্রেমের, হাত পেতে থাকি
যদি কেউ কাছে ডাকে। দেয় প্রেম তার
হৃদয় উজার করে, চোখে চোখ রাখি
যদি বলে ভালবাসি, করে অঙ্গীকার।
আমি তো কাঙাল আজ, ভালবাসা পেতে
প্রিয় মানুষের কাছে। যার হাত ধরে
দুর্গম পথে ছুটবো, সুখ স্বপ্নে মেতে
রবো সম্ভোগ বিলাসে আপনার ঘরে।
বিরহ যন্ত্রণা দেখে আলুথালু বেশে
হবো না ব্যকুল আজ। ছুটে যাবো সেথা
যেখানে রয়েছে প্রেম, হারাবো কি শেষে
দান করা অবদান, বুকে লয়ে ব্যথা!
ভিখারি প্রেমিক আমি ভালবাসা খুঁজি,
কাছে পেতে শর্তহীন সমর্পণে রাজী।