কিসের আশায় কিসের মোহে রইছো বিভোর হয়ে,
ভাবনা কাজে মিল্ না হলে পূরণ কি তা হবে?
গোপন রাখো মনের কথা কেন কিসের ভয়ে!
কিসের আশায় কিসের মোহে রইছো বিভোর হয়ে?
শ্রম না দিলে ভাবনা গুলো যাবে ক্ষয়ে ক্ষয়ে,
মহান কিছু করে দেখাও কীর্তি হয়ে রবে!
কিসের আশায় কিসের মোহে রইছো বিভোর হয়ে,
ভাবনা কাজে মিল্ না হলে পূরণ কি তা হবে?