১
দেখি কি করে
আশায় বুক বেধে আছি
আসবে কি সুদিন?
২
এ দেশ সকলের
সকল ধর্ম মানুষের
বৈষম্যের ঠাঁই নাই!
৩
কোথায় স্বৈরাচার
পালিয়ে যেতে হলো
কেন, কোন কারন?
৪
ভাবতে চাইনা আর
সহিংসতা নৈরাজ্য
চাই গণতন্ত্র।
৫
আর নয় বৈরিতা
চাই সাম্য ও একতা
মুক্তির বারতা।