এক দফার ঐ আন্দোলনে
পতন হলো স্বৈরাচার,
অনেক মানুষ শহীদ হলো
চাইতে এসে অধিকার।

অনেক রক্ত ঝর লো বুকের
অনেক হয়েছে পঙ্গু,
স্বাস্থ্য সেবায় অব্যবস্থা
বাড়ছে আবার ডেঙ্গু।

স্বাধীন দেশের স্বাধীন মানুষ
পায়নি ভোটের অধিকার,
তাদের মুখে আজ ফুটছে খই
তুলছে দাবী বারংবার!

অসময়ে বৃষ্টি বন‍্যা
তার উপরে সিন্ডিকেট
দ্রব‍্য মূল‍্য লাগাম ছাড়া
গরীব দুঃখীর খালি পেট।

স্বৈরাচারকে বিদায় করে
এলো এ কোন সরকার?
সবকিছুতে ধিরে চলার
নীতি তো নেই দরকার!

সিন্ডিকেট আর চাঁদাবাজি
শক্ত হাতে দূর করো,
দ্রব‍্য মূল‍্যের লাগাম টেনে
বাজার টাকে ঠিক করো।