ধানমন্ডি বত্রিশ এর বঙ্গবন্ধুর বাড়ি
মাথা উঁচু করে আজও দাঁড়িয়ে আছে
শোকাবহ রাতের স্মৃতি লয়ে ,
পচাত্তুরের পনেরই আগস্টের স্মৃতি
বুকে আকড়ে পৃথিবীর চরম
নৃশংস বর্বরতার সাক্ষী হয়ে ।
শ্রাবণের সে রাতে ছিল ঘুটঘুটে অন্ধকার
শেষ প্রহরে হানা দিয়েছিল হায়নারা
নিঃশব্দ নিশাচর ঘাতকের বেশে ;
বুলেট বেয়োনেটে রক্তাক্ত করেছিল
একটি জাতির জনক কে, দেশের স্থপতি কে
একদিন যে ফিরেছিল বিজয়ীর বেশে ।
কলঙ্কের যে দাগ সেদিন লাগে বাঙ্গালীর মাথে
কভু কি তা মুছা যাবে?
ভুলে যাবে বাঙ্গালী!
সে তো মুছিবার নয় ভুলিবার ও নয়,
প্রতিহিংসার আগুন জ্বালানো হৃদয় পোড়ানো
সে যে এক শোকের পদাবলী।