ডিজিটাল সময়ের স্মার্ট তারুণ‍্য
তোমায় লাল সালাম!
কতবার তোমাকে করেছি ভর্ৎসনা
তুমি প্রযুক্তির গোলাম!
তুমি ব‍্যস্ত সময় কাটাও প্রেম নিবেদনে,
অনলাইন ক‍্যাসিনো, গেমস
না হয় মাদক নেশায় নিমজ্জিত একা নির্জনে।
মোবাইল ফোন কম্পিউটার তোমার নিত‍্য সঙ্গী,
ডিজে পার্টি আর কনসার্ট নিয়ে মত্ত!

তুমি মানবতা বোঝো না, রাজনীতি বুঝতে চাও না!
সাম‍্যের ধারণা তোমার নেই।
তুমি রবীন্দ্রনাথ নজরুল সুকান্ত কে চেনো না
পশ্চিমা সংস্কৃতি তোমার চেতনায়,
বাংলার ইতিহাস সংস্কৃতি প্রকৃতির পানে
তাকাবার সময় নেই তোমার কাছে!
আরও আরও অনেক নেতিবাচক ধারণা নিয়ে
তোমাকে অভিসম্পাত করেছি,
বার বার বলেছি একবার ফিরে আসো
গ্রাম বাংলায়, শহীদ মিনারে আর স্মৃতি সৌধে।
তুমি ফিরেও তাকা ও নি,
হৃদয়ে ব‍্যথা নিয়ে ঘুমরে কেঁদেছি!

আজ সেই কান্না আনন্দাশ্রু হয়ে ঝরে পড়ছে,
তুমি ফিরে তাকালে তাই,
তুমি ঘুরে দাড়ালে তাই,
তুমি অধিকারের কথা বলে রাজপথে এলে তাই,
বৈষম্যের প্রতিবাদে উচ্চারিত হলো তোমার
প্রদীপ্ত কণ্ঠস্বর!
তোমার উচ্ছসিত তারুণ‍্য, অদম‍্য সাহস
যৌবনের ঝড়ো গতি, শত্রুর অস্ত্রের সম্মুখে
বুক পেতে দেয়া, তোমার রক্তে লাল হয়েছে রাজপথ
তবু তুমি থেমে থাকো নি, তোমাদের এ আত্মদানে
রচিত হয়েছে আজ নতুন ইতিহাস!

হে তারুণ‍্য, ডিজিটাল সময়ের বুদ্ধিদীপ্ত যৌবন,
তোমায় লাল সালাম!