রাধিকা র বেশ ধরে যার আগমন,
আনমনে দেখি তার নিত্য জাগরণ!
অমর বিহঙ্গ সম প্রেম বাসনায়,
বিস্মিত ব্যকুল চিত্তে ডাকে কামনায়।
দুর্বল চিত্ত যে তার কাঁপে থরো থরো,
বিবশ বসন যার লাজে জড়সড় ;
মাতিল আনন্দ গীতে প্রেমের দোলায়,
মধুকর সাধু বেশে মধু লুটে যায়।
রুদ্ধ দুয়ার খুলে কে তারে ডেকে নেবে?
কে দেবে আশ্রয় তারে প্রেম অনুভবে!
সে তো আর ফিরিবে না বন্দী গৃহকোণে,
ফিরিবে না প্রেমহীন বিক্ষিপ্ত অঙ্গনে।
আমার দু’চোখে জমা শিশিরের জল,
ব্যথার অশ্রু হয়ে সে নিয়েছে দখল ;
প্রাণে তে আবেগ জাগে বিরহ ব্যথায়,
এভাবেই প্রিয়জন দূরে সরে যায়!