প্রতিটি শীতের রাতে একা থাকার যন্ত্রণা
আমার মত তুমিও কি অনুভব করো?
প্রতিটি শীতের রাতে কুয়াশাচ্ছন্ন প্রকৃতিতে
আমার মত তুমিও কি নিঃসঙ্গতার হাত ধরো?
হালকা হাওয়ায় শুকনো পাতার মর্মর ধ্বনি
শুনে কি তোমার হৃদয়ে হারাবার ভয় জাগে?
বাইরে শিশির ঝরছে ভেতরে শরীরের উত্তাপ
আমার মত তোমারও কি অঙ্গে কাঁপন লাগে?
যখন তুমি নেই কাছে প্রতিটি শীতের রাতে,
লড়াইয়ে লিপ্ত হই বিবর্ণ জীবন ভাবনার সাথে ;
যতই ভুলে থাকতে চাই কনকনে শীত এসে
সব এলোমেলো করে তোমার স্মৃতি ওঠে ভেসে!
প্রতিটি শীতের রাতে তোমার দেহের উষ্ণ ছোঁয়া,
আমায় নিয়ে যেতে পারে প্রেমের গহীন অরণ‍্যে ;
প্রতিটি শীতের রাত হতো মধুক্ষণ যদি তুমি এসে
গভীর আবেগে মিশে যেতে আমার দেহের সনে!
সেই তুমি আজ নেই কাছে তাই বিষাদে ভরা মন
প্রতিটি শীতের রাত যেন নিস্তব্ধতার দুঃখ বরণ।