খুব সকালে ঘুম ভাঙ্গতে ই
অঙ্গ ওঠে কেঁপে,
হাড় কাঁপানো শীত পড়েছে
কুল পাই না মেপে।
লেপ কাঁথার ওম ছেড়ে যখন
ঘরের বাহির হই,
কুয়াশা তে ধরলো ঘিরে
সূর্যি মামা কই?
সূর্য কিরণ ছড়ায় যখন
দিন গড়িয়ে যায়,
শীতের আমেজ সারা দেহ
সকাল সন্ধ্যা পায়।
শিশির ভেজা ঘাস মাড়িয়ে
চলতে ভাল লাগে,
মা খাওয়াবে পিঠা পায়েস
গভীর অনুরাগে।
খেজুরের রস খেতে চলো
পল্লী গাঁয়ে যাই,
শীতের মেলা বসবে সেথা
কাঁচের চুড়ি পাই!
কাঁচের চুড়ি পরবে বুবু
রঙিন ফিতা বাঁধবে,
গুনগুনিয়ে গাইবে গান
কত ভাল লাগবে।