এই রিকশা যাবে নাকি?
জবাব নেই!
এই অটো যাবে নাকি?
জবাব নেই!
অবাক হলাম অবশেষে মোলায়েম কণ্ঠে বললাম,
ও ভাই রিকশাওয়ালা যাবে নাকি?
এবার জবাব পেলাম, যাবেন কোথায়?
জিগাতলা।
ভাড়া পঞ্চাশ টাকা।
আঁতকে উঠে চমকে বলি,
এইটুকু পথ ভাড়া পঞ্চাশ!
শঙ্কর থেকে জিগাতলা।
অন‍্য একজন রিকশাওয়ালাকে বলি,
যাবে জিগাতলা?
ভাড়া পঞ্চাশ!
আরও একজন,
ভাড়া পঞ্চাশ!
শেষে রেগে গেলাম
একজনকে ধমক দিয়ে বললাম,
ব‍্যপার কি? ত্রিশ টাকার ভাড়া পঞ্চাশ চাইছিস!
জবাব এলো, স‍্যার এইটা রিকশাওয়ালাগো
সিন্ডিকেট!