সুখ চাই দুঃখ নয় এই তো কামনা,
হৃদয় সাগরে বাজে আবেগের সুর,
প্রেমময় ভালবাসা বড় সুমধুর ;
ভালবেসে সুখ চাই অন্তরে বাসনা।
অন্তরে রয়েছে মোর বিমূর্ত যন্ত্রণা,
ছলনায় বেঁধে সখি করে স্বপ্ন চুর,
মনে জাগে দুঃখ বোধ বেদনা বিধুর ;
কত আর সহে প্রাণে বিরহ যাতনা!
সুখ খুঁজে পাই আমি মায়ের আদরে,
বাবা দেয় সুখ ঢেকে স্নেহের চাদরে।
দুঃখ সুখের ভেলায় চলি মোরা ভেসে,
প্রাপ্তি যখন অঢেল সুখে ভরে মন,
না পাওয়ার বেদনায় লুপ্ত শুভক্ষণ ;
আজ তাই সুখে দুঃখে যাবো ভালবেসে।