দেখে শুনে বুঝে গেছি সহজ সরল কিছু নাই,
সরল পথে চলার মত যোগ‍্যতা আজ কোথায় পাই!
সবাই মত্ত টাকার খেলায়,
চড়বে তারা সুখের ভেলায় ;
সরল থাকার বিদ‍্যেটা আজ এসো সবাই ভুলে যাই।