কি নামে ডাকবো তোমায়, মধুমিতা ?
কৈশোরে একজন আমায় প্রেম পত্র লিখেছিল,
ছদ্মনাম দিয়ে লিখেছিল- ইতি মধুমিতা !
সেই চিঠি আমি হারিয়ে ফেলেছি ,
হারিয়ে ফেলেছি সেই মানুষটিকে ;
শুধু হারায়নি সেই নাম মধুমিতা ।
আজ যখন তুমি কাছে এলে, ভালবাসলে ,
ইচ্ছে হলো মধুমিতা বলে ডাকি তোমায় ;
মুখ ভার করে বসে রইলে তুমি ,
অভিমানে কথা বললে না ।
হাতে চিরকুট ধরিয়ে দিয়ে লিখলে-
আমি মধুমিতা নই আমি সোহাগী
প্রেম সোহাগী হতে চাই ।
******
** পুরানো বই খাতা ঘাটতে যেয়ে ছেড়া পাতায় আমারই লেখা কবিতাটি পেলাম
তারিখ লেখা নেই তবে ১৯৮৫-৮৬ সালের লেখা হবে কারন সেই সময়ে ঐ
সোহাগীর দেখা পেয়েছিলাম ।