শিক্ষাগুরুর সম্মানে জানাই সালাম,
ভুল যদি করে থাকি করে দাও ক্ষমা;
যে দেখায় পথ তারে দিও তার দাম,
শিক্ষাগুরুর সম্মানে জানাই সালাম।
শিক্ষা যে দেয় করো না তার বদনাম,
শিক্ষাগুরু কষ্ট পেলে দুঃখ হবে জমা ;
শিক্ষাগুরুর সম্মানে জানাই সালাম,
ভুল যদি করে থাকি করে দাও ক্ষমা।