জীবনের পড়ন্ত বেলায় গোধূলি লগ্ন এলে
মনে পড়ে যায় কত হাসি কান্নার স্মৃতি,
জীবনের বাঁকে বাঁকে ছিল কত আকাঙ্ক্ষা
সবই যে তা থেমে গেল টেনে দিয়ে ইতি।
রাতের আঁধার যেন মরণের কথা বলে
সেই ক্ষণ বুঝি খুব কাছাকাছি এসে গেছে,
চির বিদায়ের সেই ক্ষণ ধরণীর বুক হতে
তাই বুঝি হারাবার সুর হৃদয়ে বেজেছে।
অনেক যত্নে গড়া মায়ার এ সংসার
ছেড়ে যেতে হবে আজ অন্তিম যাত্রায়,
যত প্রেম ছিল আমার এ জীবন ঘিরে
শেষ লগ্নে এসে সবই যে নিমিষে হারায়।
অনন্ত যাত্রা পথে কেউ থাকবে না সাথে,
নিশ্চল দেহ পড়ে রবে আগামী প্রাতে।