৯ প্রেম

স্বপ্নে আমি তোমার যে মুখ দেখেছি
তুমি তারও চেয়ে বেশী সুন্দর!
তোমার দুটি হরিণ আঁখির ইশারায়
প্রেম ভাবনায় কাঁপে আমার অন্তর।

১০ প্রেম

আঘাত যতই করো আমায়
তোমায় ভালবাসবোই,
যতই করো ছল চাতুরী
তোমার কাছে থাকবোই।

১১ প্রেম

তুমি আমার প্রাণের প্রদীপ
তুমিই আমার প্রেরণা,
আমার ঘরের আলো তুমি
ভালোবাসার কামনা।

১২ বিরহ

কত দুঃখ দেবে তুমি
কত থাকবে দূরে!
তোমারই গান গাইবো আমি
বেহাগ রাগের সুরে।


( স্বরবৃত্ত ছন্দে )