৭ জীবনবোধ
ক্ষণস্থায়ী এই দুনিয়ার মায়ায় কেন পড়লি?
কেন রে তুই হৃদয় নিয়ে ছিনিমিনি খেললি!
যে জন তোরে ভালোবাসে তাকেই ছুড়ি মারলি,
ছলা কলায় দুঃখ দিতে কেমন করে পারলি!
( স্বরবৃত্ত ছন্দ )
৮ ছলনা
আনত দৃষ্টি তোমার মুগ্ধতায় ভরা
প্রেমের ছোঁয়ায় মন হয়েছে উদাস,
যতটুকু প্রেম চাই বেশী পাই খরা
তাই বুঝি ছলনায় বিরহ বিলাস!
(অক্ষরবৃত্ত ছন্দে )