৫ ধর্মীয় চেতনার
রঙিন নেশায় রইলি ডুবে আল্লাহ্ কে তুই ডাকলি না,
দুই জাহানের মালিক তিনি মর্যাদা তার রাখলি না ;
নিজের কথা ভাবলি শুধু ভাইকে কাছে টানলি না,
ভোগ বিলাসে রইলি মেতে নামাজ কেন পড়লি না।
৬ ধর্মীয় চেতনার
মানুষ হয়ে জন্ম নিলে বিবেক বুদ্ধি সবই পেলে,
কার কারণে এসব পেলে যুক্তিতে কি হিসাব মেলে!
ঈমান রাখো এক আল্লাহ তে পরকালের ভাবনা ভেবে,
যতই থাকুক দম্ভ তোমার মরণ এসে ছিনিয়ে নেবে।