২৪
তোমার রূপে মাতাল আমি
তোমার প্রেমে দিওয়ানা,
তোমায় আমি কাছে পেলে
আর তো কিছু চাইনা।
২৫
ভালবাসি বললে যখন
কেন করো ছলনা!
প্রেমের বার্তা দিলেই যখন
কাছে কেন আসো না?
২৬
প্রেম সোহাগে কাঁপছে এ বুক
তোমার পরশ পেয়ে,
হৃদয় আমার হারিয়ে যায়
তোমার চোখে চেয়ে!
২৭
জানিনা হায় কেমন করে
এমন বন্ধু মেলে!
স্বর্গ সুধা চাই না আমি
তোমায় কাছে পেলে।